প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ১৮:১২

মিয়ানমার থেকে ফিশিং বোটে অবৈধ পণ্য পাচারের সময় পৃথক দুটি অভিযানে ২২ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ১০টা থেকে শুক্রবার ভোর পর্যন্ত সেন্টমার্টিনের ছেড়াদ্বীপের দক্ষিণ–পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় টানা এ অভিযান পরিচালনা করা হয়। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।
