প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১৭:১১
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের নুরু মন্ডল পাড়ায় প্রতিদিন হাজারো মানুষের চলাচলের একমাত্র ভরসা বাঁশের সাঁকোটি দীর্ঘদিনের অবহেলায় জরাজীর্ণ হয়ে পড়ায় এলাকাবাসী চরম দুর্ভোগে পড়েছিল। অবশেষে উপজেলা প্রশাসনের সরাসরি হস্তক্ষেপে সাঁকোটি মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাঁকো মেরামতের কাজ পরিদর্শনে যান গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদুর রহমান। তিনি জানান, স্থানীয়দের কাছ থেকে বিষয়টি জানতে পেরে জরুরি ভিত্তিতে সাঁকোটি মেরামতের সিদ্ধান্ত নেন এবং দ্রুত কাজ শুরু হয়।
এই প্রায় ১৫০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকোটি প্রতিদিন প্রায় ২ থেকে ৩ হাজার মানুষ, বিশেষ করে ছাত্রছাত্রী, কৃষক ও শ্রমজীবী মানুষ যাতায়াতের জন্য ব্যবহার করেন। বর্ষার শুরুতে পুরোনো বাঁশ দুর্বল হয়ে ভেঙে পড়ে, ফলে যাতায়াত বন্ধ হয়ে যায় এবং কৃষকদের কৃষিপণ্য পরিবহনসহ নানা ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দ, যাদের মধ্যে দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি বিলাস বেপারী ও যুগ্ম সাধারণ সম্পাদক রফিক বেপারী ছিলেন উল্লেখযোগ্য। তারা সাঁকোটি সংস্কারের দ্রুত পদক্ষেপ নেওয়ায় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান।
স্থানীয়দের মতে, বর্ষা মৌসুমে স্কুলগামী শিশু, বৃদ্ধ ও রোগীদের জন্য এই সাঁকো পার হওয়া ছিল ঝুঁকিপূর্ণ। এমন একটি সংকটপূর্ণ সময়ে প্রশাসনের এই উদ্যোগ এলাকাবাসীর মনে স্বস্তি ফিরিয়েছে।
ইউএনও জানান, প্রাথমিকভাবে মেরামতের মাধ্যমে চলাচলের উপযোগী করা হচ্ছে এবং স্থায়ীভাবে একটি ব্রিজ নির্মাণের জন্য ইতিমধ্যে আবেদন করা হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, আগামী দুই-তিন দিনের মধ্যে সাঁকো মেরামতের কাজ শেষ হবে।
এ উদ্যোগ এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথে এক ধাপ অগ্রসর হয়েছে বলে স্থানীয়রা মনে করছেন। ভবিষ্যতে এই এলাকায় একটি স্থায়ী সেতু নির্মাণ হলে তা আরও টেকসই ও নিরাপদ যোগাযোগ নিশ্চিত করবে।