নওগাঁর আত্রাই উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল (বিএনপি) এর ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এ কমিটিতে মো. আসাদুজ্জামান বুলেট সভাপতি এবং কে এম আইয়ুব সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে আছেন মো. আব্দুল জলিল (সিনিয়র সহ-সভাপতি), মো. জাহাঙ্গীর আলম (সহ-সভাপতি), মো. জহুরুল ইসলাম সেলিম ও আব্দুল মান্নান শেখ (যুগ্ম-সম্পাদক), মো. আজাদুর রহমান রিপন ও শফিউল আলম সুমন (সাংগঠনিক সম্পাদক), মো. আবু রায়হান বুলেট (প্রচার সম্পাদক) এবং মো. ফারুক হোসেন মন্ডল (দপ্তর সম্পাদক)।
নওগাঁ জেলা কৃষকদলের আহ্বায়ক মো. মমিনুল ইসলাম চঞ্চল ও সদস্য সচিব এটিএম ফিরোজ দুলু স্বাক্ষরিত এক পত্রে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবনির্বাচিত সভাপতি মো. আসাদুজ্জামান বুলেট বলেন, “কৃষকদের অধিকার আদায় ও সংগঠনের কার্যক্রম গতিশীল করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। স্থানীয় ও জাতীয় পর্যায়ে কৃষকদের সমস্যা সমাধানে আমরা ভূমিকা রাখতে চাই।”
সাধারণ সম্পাদক কে এম আইয়ুব বলেন, “আমরা কৃষকদলকে একটি শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করব। কৃষকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে নীতিনির্ধারণী পর্যায়ে তাদের কণ্ঠস্বর পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।”
আত্রাই উপজেলা বিএনপি'র সভাপতি এসএম রেজাউল ইসলাম রেজু ও সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান এবং বলেন, কৃষকদের সমস্যা সমাধানে দলীয়ভাবে একযোগে কাজ করা হবে।
নতুন কমিটির মাধ্যমে কৃষকদের সংগঠন আরও সংগঠিত ও কার্যকর হবে বলে স্থানীয় নেতারা আশাবাদ ব্যক্ত করেছেন।