
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১১:১৫

ঢাকার আদালত এলাকায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে আসামি করে করা প্লট দুর্নীতি মামলার রায় ঘোষণা ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল থেকে আদালত প্রাঙ্গণ ও আশপাশের এলাকা ঘিরে ব্যাপক সংখ্যক পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন রাখা হয়েছে। আদালতের প্রধান ফটক এবং বিভিন্ন প্রবেশপথে অতিরিক্ত চেকপোস্ট বসানো হয়েছে। সন্দেহজনক ব্যক্তিকে তল্লাশির আওতায় আনা হচ্ছে। নিরাপত্তার অংশ হিসেবে সাঁজোয়া যান, প্রিজনভ্যান ও বিশেষ বাহিনী প্রস্তুত রাখা হয়েছে।
