কুমিল্লার দেবীদ্বারে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত যুবক মো. সাজ্জাত হোসেন সৌরভ (২১) গত ২২ ঘণ্টা পার হলেও এখনও জ্ঞান ফেরেনি। আহতের পিতা সাব্বির হোসেন ছবির জানান, তার ছেলেকে নির্মমভাবে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে।
এই ঘটনায় শুক্রবার (১৩ জুন) দুপুরে দেবীদ্বার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৮ জনকে এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা আরও ১৪-১৫ জনসহ মোট ২৩ জনকে আসামি করা হয়।
মামলার এজাহারভুক্ত আসামিদের মধ্যে রয়েছে—ফাহিম, নাঈম, হাসান, সায়মন, ইউসুফ, আশরাফুর, রাহাত ও মারুফ। পুলিশ ইতোমধ্যে দুই আসামি—হাসান ও সায়মনকে গ্রেফতার করেছে।
স্থানীয়রা ও পুলিশ জানায়, প্রেমঘটিত বিরোধ থেকেই এই হামলার সূত্রপাত। সাজ্জাত এক কিশোরীকে বিয়ে করলেও সেই সম্পর্ক টেকেনি। পরবর্তীতে ঐ কিশোরীর সঙ্গে ফাহিম নামের এক যুবকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সাজ্জাত এতে বাধা দিলে, ফাহিম ও তার সহযোগীরা বৃহস্পতিবার রাত ১০টার দিকে সাজ্জাতকে “ভাই ভাই ষ্টোর” থেকে ডেকে নিয়ে সিএনজি স্ট্যান্ডে নিয়ে গিয়ে দেশীয় অস্ত্র চাপাতি দিয়ে উপর্যুপরি কোপায়।
সাজ্জাত বর্তমানে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। এলাকাজুড়ে এই হামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
দেবীদ্বার থানার ওসি শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ বলেন, এটি একটি পূর্বপরিকল্পিত হামলা। প্রেমসংক্রান্ত দ্বন্দ্ব থেকেই ঘটনাটি ঘটেছে। ইতোমধ্যে মামলার তদন্ত শুরু হয়েছে এবং পলাতক আসামিদের ধরতে অভিযান চলছে।