প্রকাশ: ২৯ মে ২০২৫, ১৯:৪১

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) অস্থায়ী কর্মচারীরা বেতন নিয়ে গোলযোগের জেরে কাজ বন্ধ করে দিয়েছেন। বুধবার (২৮ মে) সন্ধ্যার পর থেকে মধ্যরাত অবধি বরিশাল নগরীতে পরিচ্ছন্নতাসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়। এতে করে নগরীর বিভিন্ন এলাকায় দ্রুতই ময়লার স্তুপ জমে ওঠে এবং দুর্গন্ধ ছড়িয়ে পড়ে।
