প্রকাশ: ২৭ মে ২০২৫, ১৭:৪৬
বরিশালের হিজলা উপজেলা কৃষি অফিসের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘পার্টনার কংগ্রেস’, যেখানে স্থানীয় কৃষক, কর্মকর্তা ও বিভিন্ন অংশীদারদের সমন্বয়ে একটি কার্যকর আলোচনার পরিবেশ তৈরি হয়। মঙ্গলবার সকাল ১১টায় হিজলা উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এই কংগ্রেসের সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার আহসানুল হাবীব আল আজাদ জনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইলিয়াস সিকদার।
এছাড়া অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ শামীম আফ্রিদি, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আলতাফ হোসেন খোকন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, গণমাধ্যমকর্মী, এনজিও প্রতিনিধি ও কৃষক-কৃষাণিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা ‘পার্টনার’ প্রকল্পের উদ্দেশ্য ও সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন এবং কৃষি খাতকে কীভাবে আরও বাণিজ্যিক ও টেকসই করা যায় তা নিয়ে আলোচনা হয়।
পার্টনার প্রকল্পটি বাংলাদেশ সরকার, বিশ্ব ব্যাংক এবং ইফাদ-এর অর্থায়নে পরিচালিত হচ্ছে এবং এর লক্ষ্য হচ্ছে কৃষকদের আধুনিক ও লাভজনক কৃষিকাজের মাধ্যমে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা। প্রকল্পের অন্যতম কার্যক্রম ‘পার্টনার ফার্মারস স্কুল’ (পিএফএস), যার মাধ্যমে হিজলায় ধান, ডাল, তেলবীজ ও পুষ্টিকর খাদ্য উৎপাদনে ২২টি প্রশিক্ষণ সেশন ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।
এই প্রশিক্ষণের মাধ্যমে কৃষকরা আধুনিক চাষাবাদ, কৃষি যন্ত্রের ব্যবহার, বাজার ব্যবস্থাপনা ও পুষ্টিসম্মত ফসল উৎপাদনে দক্ষতা অর্জন করেছেন। কংগ্রেসের মাধ্যমে প্রশিক্ষিত কৃষকরা তাদের জ্ঞান এবং অভিজ্ঞতা অনান্য কৃষকের সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগ পান, যা একটি সমন্বিত উন্নয়নের রূপরেখা তৈরি করে।
এ ধরনের কংগ্রেস শুধুমাত্র প্রশিক্ষণ আদান-প্রদানের ক্ষেত্রেই সীমাবদ্ধ নয় বরং এটি সরকারের বিভিন্ন দপ্তর, এনজিও এবং স্থানীয় জনগণের মধ্যে একটি কার্যকর সহযোগিতার পরিবেশ তৈরি করে। এতে কৃষিপণ্য মূল্য শৃঙ্খল গঠনে যেমন সহায়তা হয়, তেমনি উদ্যোক্তা তৈরির পথও সুগম হয়।
পার্টনার কংগ্রেসে অংশগ্রহণকারীরা এই ধরনের উদ্যোগকে ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন এবং এ ধরনের প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম নিয়মিত আয়োজনের আহ্বান জানান। তারা মনে করেন, কৃষকদের ক্ষমতায়নের মাধ্যমে একটি টেকসই ও পুষ্টিকর বাংলাদেশের দিকে এগিয়ে যাওয়াই এই প্রকল্পের মূল লক্ষ্য।
মেটা কীওয়ার্ড: হিজলা পার্টনার কংগ্রেস, বরিশাল কৃষি উন্নয়ন, কৃষি অফিসার হিজলা, পার্টনার ফার্মারস স্কুল, বাংলাদেশ কৃষি রূপান্তর, খাদ্য পুষ্টি নিরাপত্তা, ইফাদ বিশ্বব্যাংক প্রকল্প