প্রকাশ: ২৬ মে ২০২৫, ২১:১৩
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আবারও বাংলাদেশের সীমান্তে পুশ ইন করেছে ৩৪ জন নারী, পুরুষ ও শিশুকে। সোমবার (২৬ মে) খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা ও পানছড়ি উপজেলার তিনটি পৃথক সীমান্ত দিয়ে এ পুশ ইন কার্যক্রম চালানো হয়। এর মাধ্যমে চলতি মাসেই খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত দিয়ে প্রায় ৯০ জনকে বাংলাদেশে পুশ ইন করলো ভারত।