সিরাজগঞ্জের রায়গঞ্জে রিয়া অটো রাইস মিল কর্তৃপক্ষের বিরুদ্ধে কৃষকের ফসলের ক্ষতির অভিযোগে এক লক্ষ টাকা ক্ষতিপূরণ আদায় করেছে পরিবেশ অধিদপ্তর। গত শনিবার পরিবেশ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে শুনানি শেষে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
শুনানিতে মিল কর্তৃপক্ষ ও ক্ষতিগ্রস্ত কৃষক এসএম সোহাগ সরকার উপস্থিত ছিলেন। পরিবেশ অধিদপ্তরের যুগ্ম সচিব ও মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখার পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন ক্ষতিপূরণ আদায়ের আদেশ দেন।
তদন্তে জানা যায়, রায়গঞ্জের চান্দাইকোনা মৌজায় তিন ফসলী জমিতে এই মিলটি স্থাপন করা হয়। স্থানীয় প্রভাবশালীদের সহায়তায় মিলটি প্রথমে বিসমিল্লাহ অটো রাইস মিল নামে পরিচালিত হলেও পরে নাম পরিবর্তন করে রিয়া অটো রাইস মিল রাখা হয়।
কৃষক সোহাগ সরকারের অভিযোগ, মিলের বিষাক্ত পানি, বর্জ্য ও ধোঁয়ায় ফসল ও পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার অভিযোগের পরিপ্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা সরেজমিনে তদন্ত করেন।
পরিবেশ অধিদপ্তরের তদন্তে মিলটির পরিবেশ দূষণের প্রমাণ পাওয়া যায়। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ধারা-৭ অনুযায়ী Environmental Damage Assessment করে এক লক্ষ টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়।
পরিবেশ অধিদপ্তর সিরাজগঞ্জ শাখাকে মিলটির কার্যক্রম বন্ধ ও স্থানান্তরের বিষয়ে নিয়মিত মনিটরিং করার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে সদর দপ্তরে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এই সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত কৃষকরা স্বস্তি প্রকাশ করেছেন। তবে মিল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। পরিবেশ অধিদপ্তর বলেছে, ভবিষ্যতে এমন অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।