প্রকাশ: ২১ মে ২০২৫, ১৯:৫৯
বরিশাল মেট্রোপলিটন পুলিশের আওতাধীন কাউনিয়া থানা এলাকা থেকে হ্যান্ডকাপসহ দুই মাদক আসামির পালিয়ে যাওয়ার ঘটনা চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মঙ্গলবার দুপুরে নগরীর ভাটিখানার সাহাপাড়া এলাকার তালুকদার বাড়িতে অভিযান চালিয়ে মাদকসহ মিরাজ ইসলাম ও মো: রাসেল নামের দুইজনকে আটক করে পুলিশ। তাদের হাতে হ্যান্ডকাপ পরানো হলেও পুলিশের অজান্তে তারা কৌশলে পালিয়ে যায়।