প্রকাশ: ২১ মে ২০২৫, ১৯:৪৩
পটুয়াখালী সদর উপজেলার উত্তর বাদুরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহেদুর রহমানের বিরুদ্ধে দুই শিক্ষার্থীকে শ্রেণিকক্ষে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার (১৯ মে)। আহত শিক্ষার্থীরা হলেন সপ্তম শ্রেণির শওকত হোসেন সজিব (৯) এবং ষষ্ঠ শ্রেণির তানভির ইসলাম (১০)। বর্তমানে তারা পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।