নির্ধারিত সময়ের খেলায় ২-২ গোলে সমতা থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে বন্ধুত্ব একাদশ ৩-২ গোলে ইমন স্মৃতি সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব আলী খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ও খেলার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম বাবলু, যুগ্ম আহবায়ক আব্দুল হালিম ফকির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইয়াহিয়া খান, দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ সহিদুল ইসলাম, উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ আবু বক্কার সিদ্দিক, পৌর কৃষকদলের সভাপতি মোঃ আলতাফ মাহমুদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি সরোয়ার হোসেন মন্ডল, উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মোক্তার হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ ও কয়েক'শ দর্শকমন্ডলী।