প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৬, ১৮:৩৯

নোয়াখালীর চাটখিল উপজেলায় ইমতিয়াজ হোসেন (২২) নামে এক তরুণের মৃত্যুর সতের মাস পর তার কবর থেকে মরদেহ (হাড়গোড়) উত্তোলন করা হয়েছে। একটি হত্যা মামলার তদন্তের স্বার্থে আদালতের নির্দেশে বুধবার (৭ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার হাট পুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের কবরস্থান থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এ মরদেহ উত্তোলন করা হয়।
