প্রকাশ: ১৬ মে ২০২৫, ১৯:৩৪
পটুয়াখালীর কুয়াকাটায় জেলা প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে সাগর সৈকত জামে মসজিদ সংলগ্ন জমিতে মার্কেট নির্মাণের অভিযোগে কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রবিউল ইসলামকে শোকজ নোটিশ জারি করা হয়েছে। পটুয়াখালী যুগ্ম জেলা জজ ১ম আদালত থেকে ১৪ মে এক আদেশে তাকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।