প্রকাশ: ৮ মে ২০২৫, ১৩:৩
বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের ধনু সিকদার বন্দরে অবস্থিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘যুব জাগরণ সংঘ’-এর কার্যক্রম আরও গতিশীল করতে একটি নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সকালেই ১৩ সদস্যের এই কমিটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়, যাতে আহ্বায়ক নির্বাচিত হয়েছেন মুন্সী অহিদুর রহমান জুয়েল এবং সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন মো. শফিকুল ইসলাম রোকন।
নবগঠিত কমিটির পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে জনসেবা ও সামাজিক উন্নয়নে সক্রিয় এই সংগঠনটি এলাকাবাসীর আস্থা অর্জন করেছে। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনটি নতুনভাবে দায়িত্ব গ্রহণ করে আগের মতোই সক্রিয় ভূমিকা রাখতে চায়। আহ্বায়ক কমিটি গঠনের ফলে আগামীতে সদস্য সংখ্যা বাড়িয়ে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের কাজ শুরু হবে।
মো. শফিকুল ইসলাম রোকন বলেন, আমাকে যে বিশ্বাস করে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে, তার জন্য আমি সকল প্রস্তাবদাতার প্রতি কৃতজ্ঞ। একইসাথে সংগঠনের কার্যক্রম যাতে আরও জনমুখী ও সমাজবান্ধব হয়, তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।
সংগঠনের পুরাতন সদস্যরা বলছেন, যুব জাগরণ সংঘ বরাবরই হিজলার তরুণ সমাজকে সমাজসেবায় যুক্ত করেছে এবং মানবিক কাজে দ্রুত সাড়া দিয়েছে। নতুন কমিটির মাধ্যমে এই ধারাবাহিকতা আরও প্রসারিত হবে বলেই এলাকাবাসীর প্রত্যাশা।
নতুন কমিটির অন্য সদস্যরাও সামাজিক কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত করার অঙ্গীকার করেছেন। তারা চান এই সংগঠন যেন যুব সমাজের জন্য অনুপ্রেরণার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায়।
এলাকায় সামাজিক সচেতনতা, শিক্ষা, ও দুর্যোগকালীন সেবামূলক কর্মকাণ্ডে সংগঠনটির ভূমিকা প্রসংশিত হয়েছে আগেও। নতুন নেতৃত্ব সেই সুনাম বজায় রাখার চেষ্টায় থাকবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মতে, রাজনীতিমুক্ত এই সংগঠনটি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ভূমিকা রাখছে। নতুন কমিটির মাধ্যমে এই ধারা অব্যাহত থাকুক এটাই সকলের চাওয়া।