ঝালকাঠির কাঁঠালিয়ায় বিএনপি নেতা মো. জুয়েল হাওলাদারের বিরুদ্ধে তার প্রতিবেশী পরিবারের সদস্যদের ওপর নির্যাতন ও জমি দখলের অভিযোগ উঠেছে। শনিবার (৩ মে) সকালে কাঁঠালিয়া প্রেসক্লাবের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে নির্যাতিত পরিবার তাদের দুর্দশার কথা তুলে ধরে, জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসনের কাছে ন্যায়বিচারের দাবি জানিয়েছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী নাছির হাওলাদার, তার বাবা মো. সামছুল আলম হাওলাদার এবং মা শেফালী বেগম।
নাছির হাওলাদার লিখিত বক্তব্যে জানান, তার এবং তার ভাইয়ের ঢাকায় চাকরি করার সুযোগে তাদের বৃদ্ধ মা-বাবা, স্ত্রী ও সন্তান বাড়িতে একা ছিলেন। এই সময়ই প্রতিবেশী মো. জুয়েল হাওলাদার তাদের জমিতে অবৈধভাবে ঘর নির্মাণ, পুকুর খনন এবং তাল গাছ কেটে নেওয়ার চেষ্টা করেন। নাছির আরো অভিযোগ করেন, জুয়েল হাওলাদার তার সন্ত্রাসী বাহিনী নিয়ে তাদের বাড়িতে হামলা চালিয়ে বাড়ির মধ্যে ভাঙচুর করেছে এবং তাদের মা-বাবাকে নানা ধরনের হুমকি দিয়েছে। এসব ঘটনা থেকে একাধিকবার রক্ষা পাওয়ার পরেও ভুক্তভোগী পরিবার এখনো আতঙ্কিত।
সংবাদ সম্মেলনে নাছির হাওলাদার বলেন, "আমরা চরম নিরাপত্তাহীনতায় আছি। বারবার প্রশাসনের কাছে সাহায্য চেয়েও কোনো ফল পাচ্ছি না। আমাদের পরিবারের জীবন এখন বিপদের সম্মুখীন। আমরা প্রশাসনের কাছে ন্যায়বিচার এবং সঠিক নিরাপত্তা দাবি করছি।"
তিনি আরও জানান, জুয়েল হাওলাদার তাদের পরিবারের কাছে জমির মালিকানা ছেড়ে দেওয়ার জন্য জোরপূর্বক চাপ সৃষ্টি করছেন, যা তাদের পরিবারের জন্য অগ্রহণযোগ্য। সংবাদ সম্মেলনে উপস্থিত থাকা তার বাবা, মো. সামছুল আলম হাওলাদার এবং মা শেফালী বেগমও একই দাবি জানিয়েছেন।
এছাড়া, এই পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। তারা আশাবাদী, অবিলম্বে যদি তাদের নিরাপত্তা নিশ্চিত করা না হয়, তবে তারা আরো কঠোর পদক্ষেপ নেবেন। এই ঘটনা এলাকায় তোলপাড় সৃষ্টি করেছে এবং স্থানীয় জনগণও তাদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে।