প্রকাশ: ৩ মে ২০২৫, ১১:২১
ঝিনাইদহের শৈলকূপায় বিয়ের প্রতিশ্রুতিতে এক নারীকে ধর্ষণ ও গর্ভপাত ঘটানোর অভিযোগে কৃষকদল নেতাসহ চারজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। মামলায় প্রধান অভিযুক্ত হিসেবে স্থানীয় কৃষকদলের সদস্য সচিব কামরুল ইসলামের ছেলে নাজমুল খন্দকারের নাম উঠে এসেছে। ভুক্তভোগী নারী জানান, দীর্ঘ দুই বছর ধরে নাজমুলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল, যেখানে নাজমুল তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হন।