প্রকাশ: ১ মে ২০২৫, ১৯:৪৮
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামে প্রবাসী রফিকুল ইসলামের গড়ে তোলা একটি শখের ফলের বাগান রাতের আঁধারে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৩০ এপ্রিল) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে আম, লিচু, পেঁপে, নারকেল, কমলা, মাল্টা, বাতাবি লেবুসহ বিভিন্ন জাতের অর্ধ শতাধিক চারাগাছ কেটে ফেলে। এ ঘটনায় ক্ষোভ ও হতাশা বিরাজ করছে এলাকাবাসীর মধ্যে।