প্রকাশ: ১ মে ২০২৫, ১৬:২৯
কোনো ট্যাগ পাওয়া যায়নি
বাংলা লোকসংগীতের জীবন্ত কিংবদন্তি বাউল শিল্পী কাঙালিনী সুফিয়ার নামে প্রতিষ্ঠিত একাডেমি ও জাদুঘরের শুভ উদ্বোধন হয়েছে রাজবাড়ীতে। বুধবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ৮টায় সদর উপজেলার আলিপুর ইউনিয়নের কল্যাণপুর বিলপাড়ায় একাডেমি চত্বরে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার।
উদ্বোধনের আগে জেলা প্রশাসক কাঙালিনী সুফিয়া একাডেমি ও জাদুঘর ঘুরে দেখেন এবং শিল্পীর দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচিহ্ন ও সংগ্রহ দেখে মুগ্ধতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির উপদেষ্টা সদস্য মোঃ রবিউল আলম। রাজবাড়ী শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আল মামুন বিন সালেহর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ তারিফ-উল-হাসান এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু রাসেল।
শুভেচ্ছা বক্তব্যে নিজেই উপস্থিত থেকে আবেগঘন কণ্ঠে দর্শকদের উদ্দেশ্যে কথা বলেন বাউল শিল্পী কাঙালিনী সুফিয়া। তিনি বলেন, জীবনের অনেক চড়াই-উতরাই পেরিয়ে আজকের এই স্বীকৃতি আমার কাছে অনেক বড় প্রাপ্তি।
জেলা প্রশাসক সুলতানা আক্তার তার বক্তব্যে বলেন, কাঙালিনী সুফিয়া শুধু রাজবাড়ীর গর্ব নয়, তিনি জাতীয় ও আন্তর্জাতিক সংগীতাঙ্গনের একটি ইতিহাস। তাঁর মতো কিংবদন্তিদের যথাযথ সম্মান ও মূল্যায়ন আমাদের সাংস্কৃতিক দায়িত্ব।
তিনি আরও বলেন, আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে রক্ষা করতে হলে এর সঙ্গে সম্পৃক্ত মানুষদের প্রতি সম্মান ও সহানুভূতির মনোভাব রাখতে হবে। একাডেমি ও জাদুঘর প্রতিষ্ঠার মাধ্যমে নতুন প্রজন্ম লোকসংগীত ও বাউল ধারা সম্পর্কে জানার সুযোগ পাবে।
অনুষ্ঠান শেষে বাউল শিল্পীদের পরিবেশনায় জমে ওঠে সাংস্কৃতিক সন্ধ্যা। বিভিন্ন জেলা থেকে আগত শিল্পীরা লোকসংগীত পরিবেশন করেন, যা দর্শকদের আবেগময় মুহূর্ত উপহার দেয়।
চলমান সাংস্কৃতিক কর্মকাণ্ডের অংশ হিসেবে একাডেমি ও জাদুঘরটি ভবিষ্যতে গবেষণা ও সংগীতচর্চার কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।