প্রকাশ: ১ মে ২০২৫, ২১:২১
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার বটতলা বাজারে মুখোশধারী একদল সন্ত্রাসী ভয়াবহ হামলা ও লুটপাট চালিয়েছে। বৃহস্পতিবার (১ মে) ভোররাতে কাঁঠালিয়া সদর ইউনিয়নের আনইলবুনিয়া গ্রামের বাসিন্দা মোঃ হারুন অর রশিদের বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে এই নৃশংস হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা পুলিশ পরিচয়ে বাড়িতে প্রবেশ করে পরিবারের আট সদস্যকে বেঁধে মারধর করে এবং বসতঘর ও বাজারের ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে দেয়।