প্রকাশ: ১ মে ২০২৫, ২২:১৭
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার জেরে ভারত-পাকিস্তান সম্পর্ক চরম উত্তেজনায় পৌঁছেছে। হামলায় ২৬ জন নিহত হওয়ার পরপরই দুদেশের মধ্যে পাল্টাপাল্টি হুমকি ও অভিযোগের ঝড় শুরু হয়। সীমান্তের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর টানা সাতদিন ধরে চলছে গুলিবিনিময়। এমন উত্তপ্ত পরিস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেনাবাহিনীকে পূর্ণ অভিযান-স্বাধীনতা দিয়েছেন।