প্রকাশ: ১ মে ২০২৫, ২০:৬
গোয়ালন্দে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩০ এপ্রিল) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় এবং বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন উজানচর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড সদস্য ও প্যানেল চেয়ারম্যান সমসের আলী শেখ (৩৬), ৫ নম্বর ওয়ার্ড সদস্য ও কৃষকলীগ নেতা সোনাই মিয়া (৫০) এবং দৌলতদিয়ার যুবলীগ নেতা জিয়াউর রহমান (৪৫)।