খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার নানান সমস্যা ও তার সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রধান আলোচ্যসূচির মধ্যে ছিল স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, বিদ্যুৎ বিল বৃদ্ধি, ফুটপাত দখলমুক্তকরণ, যানজট নিরসন এবং মাদক পাচার রোধ।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনুতোষ চাকমা স্বাস্থ্যসেবা সম্পর্কিত বিভিন্ন সুপারিশ পেশ করেন। এ সময় খাদ্য কর্মকর্তা মো. কফিলউদ্দিন খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আরও কঠোর মনিটরিংয়ের প্রস্তাব দেন।
থানার এসআই সুকান্ত সাহা মাদক ও অবৈধ দ্রব্য পাচার রোধে বিশেষ অভিযানের পরিকল্পনা উপস্থাপন করেন। তিনি জানান, ইতিমধ্যে বেশ কয়েকটি অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে।
উপজেলা বিএনপি’র সভাপতি মো. বেলাল হোসেন ও জামায়াতে ইসলামীর সভাপতি মো. জাকির হোসেন যানজট নিরসনে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। বাজার উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক মো. আবুল কাসেম ফুটপাত দখলমুক্ত করতে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি তোলেন।
সভায় উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান, শিক্ষক প্রতিনিধি, অটোরিকশা সমিতির নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভার শেষে উপজেলা নির্বাহী অফিসার সকলের সম্মিলিত প্রচেষ্টায় উপজেলার উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
পরবর্তী সভা আগামী মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। এ সময় আরও বিস্তারিত কর্মপরিকল্পনা উপস্থাপন করা হবে।