প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ১২:৫৪
সাভারের আশুলিয়ায় ঝটিকা মিছিলের ঘটনাকে কেন্দ্র করে ছয় যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের সবাইকে বিশেষ ক্ষমতা আইনে মামলার আসামি করে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতদের সবাই আশুলিয়ার ভাদাইল এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন এবং তাদের মধ্যে কেউ কেউ বিভিন্ন জেলার বাসিন্দা। মঙ্গলবার রাত ১১টার দিকে ভাদাইল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।