প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ১৭:৪৯
নোয়াখালী সুবর্ণচরে চলমান এসএসসি ও সমমানের পরীক্ষার প্রস্তুতি নিতে পারছেন না প্রায় আড়াই হাজার শিক্ষার্থী। গত কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে বিদ্যুৎ বিভ্রাটের কারণে পরীক্ষার্থীরা ভোগান্তির শিকার হচ্ছেন। ঘনঘন লোডশেডিংয়ের কারণে প্রচণ্ড গরমে ও অস্বস্তিকর পরিবেশে পড়াশোনা করা তাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। বিশেষত, পরীক্ষা শুরুর আগের সময়ে বিদ্যুৎ না থাকার কারণে তাদের মনোসংযোগ ও প্রস্তুতির পরিস্থিতি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, যা তাদের পরীক্ষার ফলাফলে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।