প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ২২:৬
বরগুনায় নিজ শ্যালিকা (স্ত্রীর ছোট বোন) রিগানকে ধর্ষণে ব্যর্থ হয়ে দুই শিশুকে কুপিয়ে হত্যার দায়ে ইলিয়াস পাহলানকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম লাইলাতুল ফেরদৌস রোববার এ রায় ঘোষণা করেন।