প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ২২:২১
বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশন হিসেবে প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু হয়েছে। দেশটির ১৩তম সিটি করপোরেশন হতে যাচ্ছে বগুড়া, যা দেশের বৃহত্তম সিটি করপোরেশনগুলোর একটি হবে। রোববার (২৭ এপ্রিল) বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা একটি গণবিজ্ঞপ্তি জারি করেছেন, যার মাধ্যমে এই প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়।