প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ১৭:৩৫
ছেলের মৃত্যুর পর কবর খুড়েছিলেন। আজ আবার সেই একই হাতে খুঁড়তে হলো নাতনির কবর। পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ধোপার হাট গ্রামে নেমে এসেছে নীরব শোক। শহীদ জসিম উদ্দিনের কন্যা লামিয়া (১৭) আজ বাবার কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হবেন।