প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ১৯:২৬
কোনো ট্যাগ পাওয়া যায়নি
কুমিল্লার দেবীদ্বারে খালে ডুবে আবির হোসেন নামে ৬ বছরের মাদ্রাসা পড়ুয়া এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে শুক্রবার (২৫ এপ্রিল) দুপুর ১টায় উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের ফতেহাবাদ গ্রামের পশ্চিম পাড়ার হাসনগাজী বাড়িতে।
নিহত শিশু আবির হোসেন(৬) ফতেহাবাদ গ্রামের কবির হোসেনের ৪ সন্তানের মধ্যে সবার ছোট পুত্র, সে এলাকার একটি মাদ্রাসায় পড়াশোনা করতো।
নিহতের বাবা কবির হোসেন বলেন, আমি ও আমার স্ত্রী বাড়ির উঠানে খড়েরপাড়া দিচ্ছিলাম, আবির পাশেই বসে রুটি খাচ্ছিল। এরিমধ্যে কখন হঠাৎ কোথায় যেন চলে গেলো, আমরা না দেখে আশে পাশের বিভিন্ন যায়গায় খুঁজতে থাকি। পরে বাড়ির পশ্চিম পাশে রাম প্রসাদের খালের পারে গিয়ে দেখি কচুরিপানা গুলো উল্টে আছে, আমার সন্দেহ হলে সেখানে নামতেই পায়ে বাধে আমার আবিরের নিথর দেহ। পরে সেখান থেকে তুলে দেবীদ্বার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমার আবির মারা গেছে বলে জানায়।