প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ১৮:৬
দিনাজপুরের হাকিমপুর উপজেলার ঐতিহ্যবাহী জাংগই হাট ও বাজার এক শতাব্দীর গৌরবময় পথচলা উদযাপন করেছে র্যালি, আলোচনা সভা ও ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে। “এসো মিলি প্রাণের ঐক্যতানে, ফিরে যাই শিকরের টানে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর।