প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ১৯:৩৫
বৈশাখ মানেই বাঙালির প্রাণের উৎসব, আর এই উৎসবের অনুষঙ্গ হিসেবে গ্রামবাংলার চিরচেনা ঐতিহ্য ছিল ‘বৈশাখী বাতাসা’। কিন্তু কালের বিবর্তনে আজ হারিয়ে যেতে বসেছে এই ঐতিহ্যবাহী মিষ্টান্ন। এক সময় বৈশাখ মাসজুড়ে গ্রামে গ্রামে হাটে, বাজারে এবং মেলায় বাতাসার পরসা সাজিয়ে বসতেন ব্যবসায়ীরা। এখন সেই দৃশ্য প্রায় অতীত।