প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ১৭:৪৩
নওগাঁর ধামইরহাটে পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীন ভয়েস এর ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে উৎসবমুখর পরিবেশে। “শব্দ-বায়ু ও বর্জ্য দূষণ অকাল মৃত্যুর অন্যতম কারণ, দুষণমুক্ত পরিবেশ নিশ্চিত করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৮ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে ব্যানার, ফেস্টুন ও স্লোগান ব্যবহার করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র্যালিটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।