প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ১৭:৪১
কুমিল্লার দেবীদ্বারে ভিক্ষুকের ঘরে আশ্রিত মানসিক ভারসাম্যহীন আকলিমা আক্তার (২৬) ও তার এক মাস বয়সী কন্যা সন্তান মাহিয়া আক্তারকে রাজধানীর মিরপুর শাহ্ আলী সরকারি আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) সকাল ১০টায় দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাসনাত খাঁনের আবেদনের প্রেক্ষিতে এবং সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক আল আমিন জামালীর নির্দেশনায় এ হস্তান্তরের ব্যবস্থা নেয়া হয়।