রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ১২ এপ্রিল এক ব্যতিক্রমধর্মী সমাবেশের আয়োজন করা হয়েছে। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশের মূল উদ্দেশ্য গাজা এবং ফিলিস্তিনের নির্যাতিত মানুষের প্রতি সংহতি জানানো। সমাবেশে অংশগ্রহণের জন্য বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে আহ্বান জানানো হয়েছে।
শায়খ মিজানুর রহমান আজহারি এই সমাবেশে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে ফেসবুকের মাধ্যমে বিশেষ বার্তা দিয়েছেন। শুক্রবার সকালে নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি দেশের সম্মানিত খতিবদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জুমার খুতবায় মুসল্লিদের এই সমাবেশে অংশগ্রহণে উৎসাহিত করতে হবে।
শায়খ আজহারি উল্লেখ করেন, এই সমাবেশটি শুধু একটি ধর্মীয় বা রাজনৈতিক অনুষ্ঠান নয়, বরং এটি মানবতার পক্ষে একটি জোরালো আওয়াজ। বিশেষ করে মুসলিম উম্মাহর প্রতি অন্যায় ও জুলুমের প্রতিবাদ জানানোই এই আয়োজনের মূল লক্ষ্য।
এর আগে আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহও এই সমাবেশে অংশগ্রহণের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। বৃহস্পতিবার নিজের ফেসবুকে এক পোস্টে তিনি জানান, বাংলাদেশের ইতিহাসে এটিই হতে যাচ্ছে সবচেয়ে বড় সংহতি সমাবেশ, যেখানে রাজনৈতিক ও অরাজনৈতিক সব দল-মতের মানুষ এক প্ল্যাটফর্মে এসে দাঁড়াবে।
তিনি জানান, এই সমাবেশে অংশ নিতে প্রস্তুত বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবি পার্টি, হেফাজতে ইসলাম, জাতীয় দলের ক্রিকেটার, অভিনেতা, তাবলিগ জামাত, আহলে হাদিস, হাইয়াতুল উলইয়া, বেফাকুল মাদারিস, দারুন্নাজাত মাদরাসা, খেলাফত মজলিশ, খেলাফত আন্দোলনসহ নানা সংগঠন।
এছাড়াও বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, জনপ্রিয় ইসলামিক বক্তা শায়খ মিজানুর রহমান আজহারি, শিক্ষাবিদ মাহমুদুল হাসান সোহাগ, অনলাইন ব্যক্তিত্ব আয়মান সাদিক, আরজে কিবরিয়া, লেখক লতিফুল ইসলাম শিবলীসহ বিভিন্ন পরিচিত মুখ এই সমাবেশে অংশ নেবেন বলে জানা গেছে।
শায়খ আহমাদুল্লাহ তার পোস্টে আরও বলেন, মানবতার জন্য, নির্যাতিত ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানোর জন্য এই সমাবেশে অংশ নেওয়া প্রতিটি সচেতন মানুষের দায়িত্ব। একই সঙ্গে তিনি অংশগ্রহণকারীদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বানও জানান, যাতে কোনো বিশৃঙ্খল চক্র সুযোগ নিতে না পারে।