প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ১৮:৪৯

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খলিশাকোঠাল সীমান্তঘেঁষা এলাকায় নতুন করে সড়ক নির্মাণের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রাতের আঁধারে সীমান্তের খুব কাছাকাছি প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে সড়ক নির্মাণের কাজ শুরু করে বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় শেষ পর্যন্ত ওই কাজ বন্ধ করে সরঞ্জাম সরিয়ে নিতে শুরু করেছে তারা।
