প্রকাশ: ৯ এপ্রিল ২০২৫, ২০:৫৭
বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বাঁশরী কান্দাপাড়া এলাকার একটি গাছ থেকে এই মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহত দম্পতি হলেন আজিজুল ইসলাম (২৩) এবং লিমা আক্তার (১৯)। তাদের মধ্যে আজিজুল ছিলেন বাঁশরী কান্দাপাড়া গ্রামের মাজি মিয়ার ছেলে, এবং লিমা আক্তার মদন পৌরসভার মদনবাজার সংলগ্ন এমদাদপুর এলাকার বাসিন্দা চান মিয়ার মেয়ে।