রাজবাড়ীর গোয়ালন্দে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হলো চমকপ্রদ অ্যাক্রোবেটিক শো। বুধবার সকালে দৌলতদিয়া মডেল হাইস্কুল মাঠে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
সার্কাসের অন্যতম প্রধান শিল্প অ্যাক্রোবেটিকসের এই প্রদর্শনীতে অংশ নেয় দেশের দক্ষ শিল্পীরা। টিম লিডার মো. জালাল উদ্দিনের পরিচালনায় আটটি বিশেষ শো উপস্থাপন করা হয়।
শিশু শিল্পী তন্নী ও তিন্নি খানম পরিবেশন করেন ব্লাংকেট ব্যালেন্স। সাকিব খান দেখান পাইপ ব্যালেন্স, মুন্না হোসেন দিয়াবা হাই সাইকেল ব্যালেন্সে মাতান দর্শকদের। আমিন মন্ডল রশি ব্যালেন্স, কালিম শেখ রোলার ব্যালেন্স