পরিষ্কার-পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে দিতে পটুয়াখালীর রাঙ্গাবালীর জাহাজমারা সমুদ্র সৈকতে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে সংগঠনের সদস্যরা সৈকত পরিষ্কার করার পাশাপাশি পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরেন IMG-20250403-WA0055.jpg550.88 KB
উপজেলার মৌডুবি মনিটর আজিজুর রহমান সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিডি ক্লিন পটুয়াখালী জেলা সমন্বয়ক মোঃ আতিকুর রহমান এছাড়া উপস্থিত ছিলেন সহ সমন্বয়ক মো শাহিন মাহমুদ রাঙ্গাবালী উপজেলা সমন্বয়ক মো ইউসুফ আলী সিরাজুল মৌডুবি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুজিত বিশ্বাস বড়বাইশদিয়া ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি শামসুল আরেফিন নিউজ ৯ এর মাল্টিমিডিয়া রিপোর্টার এম জিয়াদ ছাতিয়ানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আইয়ুব মিয়া এবং কাজিকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাসুম বিল্লাহ
পরিচ্ছন্নতা অভিযানে বিডি ক্লিন রাঙ্গাবালী সদর মৌডুবি ও ছোটবাইশদিয়া শাখার সদস্যরা অংশ নেয় পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও এতে সম্পৃক্ত হন
বক্তারা বলেন এই সমাজ আমার এই দেশ আমার পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্বও আমার এমন দায়বদ্ধতা ও সচেতনতা সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে
পরিচ্ছন্নতা অভিযান শেষে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয় যেখানে অংশগ্রহণকারীরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন
এ ধরনের কার্যক্রম পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজকরা তারা জানান ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে যাতে সবাই পরিচ্ছন্নতার ব্যাপারে আরও দায়িত্বশীল হয়
সামাজিক দায়িত্ববোধের পরিচায়ক এই আয়োজনে উপস্থিত সবাই একমত হন যে পরিচ্ছন্নতার এই বার্তা দেশব্যাপী ছড়িয়ে দিতে হবে যাতে প্রতিটি মানুষ নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করে