জামালপুরে সরকারি পুকুর থেকে মাছ চুরির অভিযোগে বিএনপি নেতা এস এম আপেল মাহমুদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে পানি উন্নয়ন বোর্ড। এ ঘটনার পর তাকে দল থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
অভিযুক্ত আপেল মাহমুদ জামালপুর শহরের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির কোষাধ্যক্ষ ও পশ্চিম ফুলবাড়িয়া এলাকার বাসিন্দা। স্থানীয়দের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার করে আসছেন এবং নিজেকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন।
শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে জামালপুর পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ের পুকুরে জেলেদের নিয়ে মাছ ধরেন আপেল মাহমুদ। বিষয়টি জানতে পেরে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বাধা দিলে তিনি তাদের হুমকি দেন। পরে ৯৯৯ নম্বরে কল করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মাছ নিয়ে চলে যান।
জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নকিবুজ্জামান খান জানান, তিন মাস আগে পুকুরে নতুন মাছ ছাড়া হয়েছিল, যা এখনও বড় হয়নি। সকালে খবর পেয়ে কর্মকর্তারা পুকুরপাড়ে গেলে দেখেন, মাছ ধরার কাজ শেষ হয়ে গেছে। আপেল মাহমুদ কর্মকর্তাদের হুমকি দেন এবং দাবি করেন, তিনি নিজেই সেখানে মাছ অবমুক্ত করেছেন।
অভিযোগ সম্পর্কে জানতে চাইলে আপেল মাহমুদ বলেন, তিনি সরকারি পুকুরে মাছ অবমুক্ত করেছেন এবং মাছ ধরা নিয়ে কোনো সমস্যা নেই। তবে সাংবাদিকদের প্রশ্নে তিনি বিরূপ প্রতিক্রিয়া দেখান।
জামালপুর শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ মাসুদ জানান, দল আপেল মাহমুদকে সাময়িক অব্যাহতি দিয়েছে এবং স্থায়ী বহিষ্কারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
জামালপুর সদর থানার ওসি আবু ফয়সল মো. আতিক জানান, পানি উন্নয়ন বোর্ডের অভিযোগ পেয়ে তদন্ত শুরু হয়েছে। যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।