দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে মোটর পরিবহন শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে হিলি বাস স্ট্যান্ডে আয়োজিত এই কর্মসূচিতে শ্রমিকদের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। ঈদের আগে এমন উপহার পেয়ে শ্রমিকরা বেশ আনন্দিত।
এই উদ্যোগটি নিয়েছে দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের হাকিমপুর উপজেলা শাখা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী এবং শ্রমিক ইউনিয়নের হাকিমপুর শাখার সভাপতি মাজারুল ইসলাম রাজ। তারা শ্রমিকদের হাতে ঈদ সামগ্রী তুলে দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কাউছার হোসেন, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান মিলন, সড়ক সম্পাদক রকি হোসেন, যুগ্ম সম্পাদক রূপকসহ সংগঠনের অন্যান্য নেতারা। তারা সবাই শ্রমিকদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন এবং ভবিষ্যতে আরও সহায়তার প্রতিশ্রুতি দেন।
উপহার পেয়ে শ্রমিকদের মধ্যে ছিল উচ্ছ্বাস। শ্রমিক ফিরোজ হোসেন বলেন, দীর্ঘ ১২ বছর ধরে আমরা কোনো ঈদ উপহার পাইনি। নতুন কমিটির উদ্যোগে এবারই প্রথম আমাদের জন্য ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। এ ধরনের সহযোগিতা আমাদের জন্য খুবই আনন্দের এবং সহায়ক।
অন্যান্য শ্রমিকরাও বলেন, ঈদের সময় উপহার পাওয়া আমাদের জন্য বড় অনুপ্রেরণা। আমরা কষ্ট করে কাজ করি, কিন্তু আমাদের জন্য কেউ ভাবেন না। এই সংগঠন এবার আমাদের পাশে দাঁড়িয়েছে, যা সত্যিই প্রশংসনীয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শ্রমিকদের কল্যাণে তারা কাজ করে যেতে চান। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে শ্রমিকদের আরও সুযোগ-সুবিধা দেওয়ার পরিকল্পনাও রয়েছে সংগঠনের।
এ ধরনের উদ্যোগ শ্রমিকদের মনোবল বাড়িয়ে দেয় এবং তাদের উৎসাহিত করে। স্থানীয়রা মনে করছেন, শ্রমিকদের জন্য এ ধরনের সহায়তা অব্যাহত রাখা দরকার, যাতে তারা সমাজের অন্যান্য শ্রেণির মতো ঈদের আনন্দ উপভোগ করতে পারেন।
এই ধরনের উদ্যোগ শ্রমিকদের জন্য শুধু আর্থিক সহায়তাই নয়, বরং তাদের প্রতি দায়িত্ববোধ এবং সম্মান প্রকাশেরও একটি মাধ্যম। হাকিমপুরের শ্রমিক সংগঠনের এই উদ্যোগ অন্যান্য স্থানে অনুপ্রেরণা হিসেবে কাজ করতে পারে বলে মত দিয়েছেন সংশ্লিষ্টরা।