ঝিনাইদহে সমাজের সুবিধাব'ঞ্চি'ত ও নিম্নআয়ের মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে সদর উপজেলার বংকিরা গ্রামের ফজের বিশ্বাস ফাউন্ডেশনের সহযোগীতায় দুর্বার তারুণ্যের বংকিরা’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এ উপহার বিতরণ করে।
এ সময় ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি ও ফাউন্ডেশনের চেয়ারম্যান আসিফ ইকবাল কাজল, দুর্বার তারুণ্যের বংকিরা’র উপদেষ্টা সাকিব মোহাম্মদ আল হাসান উপদেষ্টা, উপদেষ্টাআনোয়ারপাশা বিদ্যুৎ উপদেষ্টা রাজিব হায়দার সবুজসহ অন্যান্যার উপস্থিত ছিলেন।