নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর সরকারি কলেজ মাঠে বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির প্রার্থনা করা হয়। বুধবার আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কৃষি বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সামসুজ্জোহা খান জোহা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্নীতলা উপজেলা বিএনপির সভাপতি আক্কাস আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু, সদস্য সচিব বায়োজিত হোসেন পলাশ, সাবেক সভাপতি নজমুল হক সনি, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম টুকু, মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভিন পলি, পৌর বিএনপি'র সভাপতি আলহাজ্ব মো. ওয়াজেদ আলী, যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে সামসুজ্জোহা খান বলেন, বিএনপি জনগণের সরকার প্রতিষ্ঠায় বিশ্বাসী। তিনি স্পষ্ট করে বলেন, বিএনপি বিনা ভোটের সরকার গঠনে আগ্রহী নয়, জনগণের অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমেই সরকার গঠন করতে চায়। তার দাবি, জনগণের আস্থা বিএনপির প্রতি রয়েছে এবং সুষ্ঠু ভোট হলে বিএনপি সরকার গঠন করবে।
স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপি ধর্মের নামে রাজনীতি করে না। দল ক্ষমতায় গেলে যেন কোনো ধরনের স্বৈরাচারী শাসন ফিরে না আসে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, বিএনপি ঘুষ, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। কেউ যদি অপকর্মে জড়িত থাকে, তার বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতিমুক্ত প্রশাসন ও সুশাসন প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করতে হবে বলে মন্তব্য করেন তিনি।
বক্তব্য শেষে বিএনপির কেন্দ্রীয় নেতারা দোয়া ও ইফতার মাহফিলে অংশ নেন। মাহফিলে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং আগত অতিথিদের আপ্যায়ন করা হয়।
ইফতার মাহফিলে নেতাকর্মীরা দলীয় ঐক্য ও আন্দোলনকে আরও বেগবান করার অঙ্গীকার করেন। বিএনপির কেন্দ্রীয় নেতারা জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় দলীয় তৎপরতা আরও জোরদার করার আহ্বান জানান।