প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৪৭
রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ঘন কুয়াশার মধ্যে যাত্রী পারাপারের ঘটনায় দুটি ইঞ্জিনচালিত ট্রলার জব্দ ও তিন মাঝিকে আটক করেছে দৌলতদিয়া নৌ পুলিশ। শনিবার ভোররাতে পদ্মা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা করে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। আদালত পরিচালনা করেন গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান।
আটককৃতরা হলেন গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের মজিদ শেখের পাড়ার জুরাই মন্ডলের ছেলে আনু মন্ডল, মহিউদ্দিন শেখের ছেলে দুলাল শেখ ও এরশাদ শেখ। নৌ পুলিশের একটি দল ভোররাতে অভিযান চালিয়ে ট্রলার দুটিকে যাত্রী পরিবহনের সময় আটক করে। অভিযানে দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক এনামুল হক, এসআই মেহেদী হাসান অপূর্ব, এসআই মো. মাসুদ রানা ও এএসআই এনামুলসহ সঙ্গীয় ফোর্স অংশ নেয়।
পুলিশ জানায়, ঘন কুয়াশায় যাত্রীবাহী নৌযান চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও কিছু মাঝি-চালক ঝুঁকি নিয়ে ট্রলার চালাচ্ছেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাটের মধ্যে যাত্রী বহনকারী দুটি ট্রলার আটক করা হয়। পরে আটক মাঝিদের দুপুরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত প্রত্যেককে জরিমানা ও সতর্ক করে মুক্তি দেয়।
দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক এনামুল হক জানান, ঘন কুয়াশায় নৌ চলাচল ঝুঁকিপূর্ণ হওয়ায় যাত্রী নিরাপত্তায় অভিযান পরিচালনা করা হয়। কোনো ট্রলার যেন নিষেধাজ্ঞা অমান্য করে চলাচল না করে, তা নিশ্চিত করতে পুলিশের এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।