প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৫, ০:১৮
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আগামীকাল থেকে তিন দিনব্যাপী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ‘হারমোনি ফেস্টিভ্যাল’ শুরু হতে যাচ্ছে। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই উৎসব অনুষ্ঠিত হবে বিটিআরআই সংলগ্ন কাকিয়াছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান এবং সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
হারমোনি ফেস্টিভ্যালে শ্রীমঙ্গল ও এর আশপাশের ২৬টি আদিবাসী সম্প্রদায় তাদের সংস্কৃতি, পণ্য এবং জীবনাচার তুলে ধরবে। ৪৪টি স্টলে তারা তাদের তৈরি খাবার, পোশাক ও অন্যান্য হস্তশিল্প প্রদর্শন ও বিক্রি করবে। স্টেজে পরিবেশিত হবে নাচ, গান এবং ধর্মীয় আচার-অনুষ্ঠান।
এই আয়োজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্য ও জীবনধারা প্রদর্শনের পাশাপাশি তাদের উৎপাদিত পণ্য প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খাসিয়া, ত্রিপুরা, মনিপুরি, সাঁওতালসহ বিভিন্ন সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নাচ, গান এবং প্রতিযোগিতা এই উৎসবের প্রধান আকর্ষণ।
বাংলাদেশ ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন ও আন্তর্জাতিক সংস্থা আইএলও এই আয়োজনের সঙ্গে যুক্ত রয়েছে। উপজেলা প্রশাসন ও অন্যান্য সরকারি-বেসরকারি সংস্থা এ উৎসবের সফল বাস্তবায়নে সহযোগিতা করছে। এই উদ্যোগ পর্যটনশিল্পের বিকাশে এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।