প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ০:২৪
হাড় কাঁপানো শীতের তীব্রতায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বিশেষ করে গ্রামের দরিদ্র ও অসহায় মানুষদের জন্য শীত নিবারণ হয়ে উঠেছে বড় চ্যালেঞ্জ। এই শীতে সাধারণ মানুষের কষ্ট লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে মাঠে নেমেছেন হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সৌদি প্রবাসী মোহাম্মদ হোসাইন।
গত তিনদিন ধরে রাতের অন্ধকারে উপজেলার চার ইউনিয়ন, পৌরসভা, রেলস্টেশন, বাসস্ট্যান্ডসহ বিভিন্ন গ্রামে অসহায় মানুষদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করেছেন তিনি এবং তার সংগঠনের স্বেচ্ছাসেবকরা। রিকশাচালক, দিনমজুর, গৃহহীন ও পথচারীদের খুঁজে বের করে তাদের শীতের কষ্ট লাঘবের চেষ্টা করেছেন।
এই উদ্যোগে অংশগ্রহণ করেছেন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক দল, যার মধ্যে উল্লেখযোগ্য ছিলেন শেখ আয়নাল আহসান, শাহীনুর রহমান শাহীন, সাজেন হোসেন সাচ্ছু, সজিব শাহরিয়ার, ইব্রাহীম মাহমুদ, জামিল হোসেন, ইলিয়াস হোসেন, আসাদুল মিতাম, মিজানুর রহমান পার্থ এবং মুসাব্বির মৃধা।
মোহাম্মদ হোসাইন বলেন, “গত কয়েকদিনে শীতের তীব্রতা অনেক বেড়েছে। তাই রাতে আমার সংগঠনের স্বেচ্ছাসেবকরা উপজেলার বিভিন্ন অলিগলিতে ঘুরে শীতবস্ত্র বিতরণ করেছে। শীত মৌসুম শেষ না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, “বিত্তবান ও সচ্ছল ব্যক্তিরা যদি অন্তত একজন করে শীতার্ত মানুষকে সহায়তা করেন, তাহলে কেউ শীতে কষ্ট পেত না। আমাদের সবার উচিত মানবতার ডাকে সাড়া দিয়ে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো।”
গত রবিবার (২৯ ডিসেম্বর) হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে দৌলতদিয়া ইউনিয়নের তোরাপ শেখের পাড়া এলাকার একটি মসজিদে কোরআন পড়া দুই শতাধিক শিশু শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র উপহার দেওয়া হয়।
এই মানবিক উদ্যোগ প্রশংসিত হয়েছে স্থানীয়দের মধ্যে। তারা মনে করেন, এ ধরনের কার্যক্রম সাধারণ মানুষের শীতের কষ্ট লাঘবে বড় ভূমিকা রাখে এবং সমাজে সহমর্মিতার বন্ধন দৃঢ় করে।