প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ২৩:৪
আসন্ন তীর্থমুখ/পৌষ সংক্রান্তী মেলায় অবৈধ গমনাগমন রোধ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে খাগড়াছড়ির পানছড়িতে ব্যাটালিয়ন ৩ বিজিবি একটি মতবিনিময় সভার আয়োজন করে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে উপজেলার লোগাং জোন সদর দপ্তরে এই সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় পানছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক ও জোন কমান্ডার লে. কর্নেল মো. মফিজুর রহমান ভূঁইয়া উপস্থিত জনপ্রতিনিধি, সাংবাদিক, হেডম্যান, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিদের উদ্দেশ্যে বলেন, তীর্থমুখ মেলায় গমনেচ্ছুকদের অবৈধ পথে যাত্রা নিরুৎসাহিত করার জন্য সবার সহযোগিতা প্রয়োজন।
তিনি উল্লেখ করেন, মেলার সময় অবৈধ গমনাগমন, মাদক চোরাচালান, অস্ত্র ও গোলাবারুদ পাচার, ভারতীয় অবৈধ সামগ্রী আনাগোনা, নারী ও শিশু পাচারসহ যেকোনো সন্ত্রাসী কার্যক্রম রোধে সবাইকে সচেতন থাকতে হবে।
লে. কর্নেল মো. মফিজুর রহমান আরও জানান, সীমান্ত এলাকায় বিজিবির গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে এবং এর সফল বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
উপস্থিত ব্যক্তিরা বিজিবির এই উদ্যোগকে স্বাগত জানান এবং স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষায় সহায়তা করার প্রতিশ্রুতি দেন।