প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪, ১:৩
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় গত চার মাসে মোট ৯৩৩ জনকে আটক করেছে বিজিবি। আটকদের মধ্যে ২৮ জন ভারতীয় নাগরিক, সাবেক মন্ত্রী, এমপি, ছাত্রলীগ ক্যাডার, পুলিশ সদস্য, জেল পলাতক আসামী, বিদ্রোহী আনসার সদস্যসহ ফ্যাসিস্ট আওয়ামী সরকারের নেতাকর্মীরাও রয়েছেন।
শনিবার সন্ধ্যায় মহেশপুর ৫৮ বিজিবির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫ আগস্টের পর মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করা একাধিক ব্যক্তি বিজিবির হাতে আটক হয়। বিজিবির কঠোর নজরদারির কারণে বেশিরভাগ ব্যক্তি আটক হয়েছেন।
তবে ৫ আগস্টের পর বিজিবির অভিযানে অন্যতম বড় ঘটনা ঘটে, যখন সাবেক আওয়ামী পানিসম্পদ মন্ত্রী সাধন চন্দ্র চন্দ ও স্থানীয় তিনজন আওয়ামী লীগ নেতা, ছাত্রলীগ ক্যাডার এবং সচিবালয়ে বিদ্রোহী জড়িত এক পলাতক আনসার সদস্য মহেশপুর সীমান্তে আটক হন। তাদের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ রয়েছে। এছাড়া, পুলিশ সদস্য এবং ২৮ জন ভারতীয় নাগরিককেও আটক করা হয়।
গত ২৪ ঘণ্টায় মহেশপুর সীমান্তের মাটিলা, খোসালপুর, পলিয়ানপুর, বাঘাডাংগা, শ্যামকুড় ও লড়াইঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করা ৪৭ জনকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে ১২ জন নারী, ১৯ জন পুরুষ এবং ১৬ জন শিশু রয়েছে। তাদের সবাই অবৈধভাবে বিনা পাসপোর্টে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে।
বিজিবির এই অভিযানকে সফল ও কার্যকর উল্লেখ করে মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক জানান, সীমান্তে বেআইনি কার্যক্রম প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে মহেশপুর সীমান্ত এলাকায় চলমান তৎপরতা, যাতে কোনও প্রকার অবৈধ সীমান্ত পারাপার না ঘটে, সে বিষয়ে বিজিবি সদা তৎপর রয়েছে।
বিজিবি জানায়, আটককৃতদের মধ্যে বেশিরভাগই সীমান্তবর্তী এলাকায় বসবাসরত সাধারণ নাগরিক। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি, সীমান্ত এলাকায় জনগণকে সচেতন করতে বিভিন্ন পদক্ষেপও নেয়া হচ্ছে।