প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪, ১৮:৯
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষকের নাম মঞ্জুরুল আলম। তিনি উপজেলার সোনাহাট দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের বিএসসি শিক্ষক। বুধবার দুপুরে অভিযুক্ত শিক্ষকের বরখাস্তের দাবিতে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা সোনাহাট স্থলবন্দর সড়কে বিক্ষোভ মিছিল করেছে।
অভিযোগ সূত্রে জানাগেছে, সোনাহাট দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের বিএসসি শিক্ষক মঞ্জুরুল আলমের নিকট ওই বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রী প্রাইভেট পড়তো। কিছুদিন আগে ওই ছাত্রীর হাত ধরেন এবং কুপ্রস্তাব দেন শিক্ষক মঞ্জুরুল। ঘটনাটি তিনি ছাত্রীকে গোপন রাখতে বলেন।
পরে ওই ছাত্রী ঘটনাটি তার এক বান্ধবীকে জানায়। এভাবে ধীরে ধীরে ঘটনাটি শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে পড়ে। এরই প্রেক্ষিতে শিক্ষার্থীরা বুধবার দুপুরে অভিযুক্ত শিক্ষকের পদত্যাগ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সোনাহাট স্থলবন্দর সড়কে বিক্ষোভ মিছিল করে। এছাড়া প্রধান শিক্ষক বরাবরে একটি লিখিত অভিযোগ দাখিল করে।
অভিযুক্ত শিক্ষক মঞ্জুরুল আলমের বক্তব্য জানতে তার ব্যবহৃত মোবাইল নম্বরে কল দেয়া হলে তা বন্ধ পাওয়া যায়।
সোনাহাট দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি জানানো হয়েছে। এবিষয়ে ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষকদের নিয়ে একটি জরুরি সভা আহ্বান করা হয়েছে। অভিযুক্ত শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম ফেরদৌস বলেন, প্রধান শিক্ষককে ঘটনাটি তদন্ত করে রিপোর্ট পেশ করতে বলা হয়েছে। তদন্ত রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।