প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৪, ১:৩৩
সরাইল উপজেলার শাহজাদাপুর গ্রামের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। এ ঘটনায় পুলিশ আটক করেছেন ১২ জনকে।ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদাপুরের মাসুক মিয়া ও একি গ্রামের রিপন মিয়ার লোকজন শনিবার ১৩ এপ্রিল খাস জমির ধান কাটা নিয়ে দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আজ শনিবার সকাল সাড়ে দশটা এ সংঘর্ষের ঘটনা ঘটে। হামলায় নিহত কামাল উদ্দিন (৬০) ওই উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের শাহজাদাপুর গ্রামের শাহাদাৎ আলীর ছেলে।
গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ শনিবার সকালে সরকারি খাস জমির ধান কাটাকে কেন্দ্র করে শাহজাদাপুর গ্রামের মাসুক মিয়ার সঙ্গে একি গ্রামের রিপন মিয়ার লোকজনের মধ্যে কথা কাটাকাটি ও এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে শাহজাদাপুর গ্রামের মানুষ দেশীয় অস্ত্র নিয়ে গ্রামে আজ হামলা চালায়। হামলায় কামাল মিয়া আঘাত পেয়ে হাসপাতালে নিলে মারা যান। সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের মধ্যে বেশ কয়েকজন টেটাবিদ্ধ হয়েছেন। তাদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সরাইল থানা পরিদর্শক তদন্ত আ স ম আতিকুর রহমান, জানান,এ ঘটনায় পুলিশ ১২ জনকে আটক করেছে। তিনস্তরে পুলিশের অভিযান চলছে। কামাল উদ্দিন নামের একজন সংঘর্ষে মারা যান। এখনো পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছেন। বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে।