প্রকাশ: ৩১ আগস্ট ২০২৩, ৩:৩৪
সরাইল উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সরওয়ার উদ্দীন বলেছেন,ছোট্ট ছেলে মেয়েরা লাল সবুজের ওড়না পাঞ্জাবি পরে এসেছে। এ লাল সবুজের রঙের যে স্বাধীনতা এনে দিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজ আমরা বঙ্গবন্ধুকে স্মরণ করছি। আমাদের সময় শেষ আমরা যা হওয়ার হয়ে গেছি। তোমরা ছোট্ট সোনামণিরা আগামী দিনের ভবিষ্যৎ। তোমরাই স্বাধীন দেশটাকে এগিয়ে নিয়ে যাবে।
শুক্রবার ৩১ আগস্ট বিকালে সরাইল উপজেলা পাবলিক লাইব্রেরি হলরুমে।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর ৪৮ তম প্রয়াণ দিবস এবং জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা, বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা, চিত্রাঙ্কন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বললেন ইউএও মুহাম্মদ সরওয়ার উদ্দীন।
সরাইল ত্রিতাল সংগীত ও উপজেলা শিল্পকলা একাডেমি আয়োজনে সঞ্জীব কুমার দেবনাথ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল, আহমদ হোসেন, সাংবাদিক মো.আইয়ুব খান, আলোর সারথি পত্রিকার সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা মো: আবদুল হাকিম, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার,সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন, মোসাম্মৎ লাকি দেওয়ান, সাংবাদিক মো. তফসির হোসেন প্রমুখ।
মো. একলাসুর রহমানের সঞ্চালনায় পুরস্কার বিতরণ করেন উপস্থিত অতিথিবৃন্দগণ।